ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

জাবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা মেধাবী মানুষ। বিশ্ববিদ্যালয়ে শুধু মেধা চর্চাই যথেষ্ট নয়; নৈতিকভাবে আলোকিত মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। দেশের অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে, তা প্রমাণ করে তারা স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে দৃঢ়প্রতিজ্ঞ।

“আজ থেকে তোমাদের নতুন অধ্যায়ের শুরু। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাদের নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এখানে রয়েছে আত্মউন্নয়ন, গবেষণা, সৃজনশীলতা ও নতুন দিগন্ত উন্মোচনের অবারিত সুযোগ।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। স্বাগত বক্তব্য দেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালক, জাকসু সভাপতি আব্দুর রশিদ জিতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।