ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

লাইনে পড়ে ছিল ব্যাগ, মেট্রো চলাচল বন্ধ থাকল ২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৪ পিএম
ছবি- সংগৃহীত

মেট্রোরেল লাইনের ওপর পড়ে থাকা একটি ব্যাগের কারণে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুকে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচলে বিকাল ৩টা ৪৪ মিনিট হতে ৪টা ৪ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটে। ব্যাগটি অপসারণ করার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

মেট্রোরেলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।