ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৯ পিএম
সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। তবুও পরীক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। শাহবাগে বর্তমানে যান চলাচলও বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এতে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন। এসময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। 

এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুরও আহত হন। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়েছে। তার আঘাতে আমি আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।’

এদিকে, ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কও বন্ধ রাখেন। তারিখ পরিবর্তন না করলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরীক্ষার্থীদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। তবে এবারের জন্য সময় সীমিত রাখা হয়েছে, যা তারা অযৌক্তিক। তাদের দাবি, ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছানো এবং প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন।

পিএসসি জানিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি ইতিমধ্যেই আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।