ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৬ পিএম
দুমকিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস আলোচনা সভা। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুভ সংঘের আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুণ, শুভ সংঘের পরিচালক হাসিনা বেগম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, নাগরিক অধিকারের সভাপতি নাসির উদ্দিন জুয়েল, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাব দুমকির সভাপতি দেলোয়ার হোসেন ও দুমকি প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।