ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বরিশালে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিচ্ছে ১১ মাস বয়সী গরু!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৮:৩০ পিএম
বরিশালের উজিরপুরে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে বকনা বাছুর। ছবি-রূপালী বাংলাদেশ

বরিশালের উজিরপুরে গর্ভধারণ বা বাচ্চা প্রসব ছাড়াই ১১ মাস বয়সের বকনা বাছুর প্রতিদিন প্রায় দুই লিটার দুধ দিচ্ছে। এই ‘অস্বাভাবিক’ ঘটনা উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কৌতুহলী মানুষ প্রতিদিন গরুটি এক নজর দেখতে ভিড় করছেন মালিকের উজিরপুরের মুন্সীরতালুক গ্রামের বাড়িতে।

জানা গেছে, বাছুর প্রসব কিংবা গর্ভধারণ ছাড়াই বকনা বাছুরের এভাবে দুধ দেওয়ায় বিস্মিত বাড়ির লোকজন। প্রথম দিকে তারা সে দুধ ফেলে দিতেন। তবে সময় যত সামনে এগোচ্ছে তত বেশি পরিমাণে দুধ দেওয়ায় এখন ওই দুধ পান করছেন তারা।  

এমনকি কুসংস্কারের প্রভাবে কেউ কেউ মানত করে সে দুধ ক্রয় করে নিচ্ছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে গরুর মালিক শ্যামল বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি বাড়িতে গরু লালন-পালন করে আসছেন। এরই মধ্যে এবারই প্রথম গত দশদিন ধরে ১১ মাস বয়সের একটি বকনা বাছুর হঠাৎ করে দুধ দেওয়া শুরু করেছে।

তিনি জানান, প্রথমে গরুঘরে সামান্য পরিমাণে দুধ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীকালে বকনা বাছুরের দুধের বাঁট (ওলান) ফোলা দেখে  নাড়াচাড়া করতেই দুধ আসতে শুরু করে।

তিনি আরও বলেন, ‘প্রথম কয়েকদিন দুই কেজি করে দুধ আসলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনও ক্রয় করে নিচ্ছেন।’

স্থানীয় কয়েকজন বলেন, ‘গর্ভধারণ না করেই গরু যে দুধ দেয়, এমন অলৌকিক ঘটনা আমি জীবনেও দেখিনি। এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত।’

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, ‘এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। ঘটনাটি বিরল হলেও অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানারকম পরিবর্তনের ফলে এমনটি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।’