ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৫২ এএম
জব্দকৃত মালামাল। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পোশাক, মাদক এবং বহনকারী যানবাহন আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

গতকাল ১২ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতের বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এলাকা থেকে একটি ভারতীয় ট্রাক (নং WB-57D6151) ভোমরা স্থলবন্দরের আইসিপি দিয়ে খৈল বোঝাই অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে। ট্রাকটিতে খৈলের বস্তার ভেতরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অতি উন্নতমানের ও উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ ও ফেনসিডিল লুকিয়ে আনা হচ্ছিল।

চৌকস আভিযানিক দল ভোমরা স্থলবন্দরের ১নং গেটের কাছে অবস্থান নিয়ে ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করে। গাড়ির চালক মো. লিটন মিয়া এবং হেলপার মো. সাগর মিয়া ট্রাকটি নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। তবে বিজিবি সদস্যরা সাইড করার নির্দেশ দিলে তারা তা অমান্য করে বিপজ্জনকভাবে গাড়িটি কাস্টমস পার্কিং এলাকায় নিয়ে যায় এবং বিজিবির নিয়মিত কাজে বাধা প্রদান করে।

পরে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে দেখে যে, কাস্টম গেট বন্ধ অবস্থায় ভারতীয় ট্রাক থেকে মালামাল বাংলাদেশি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৩৬১৩ এবং ঢাকা-মেট্রো-ট-২২-৫৯০৩) এ আনলোড করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে লেবার, চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি দল ওই স্থান ও যানবাহন তল্লাশি করে ভারতীয় খৈল ২০,০০০ কেজি, অতি উন্নতমানের শাড়ি ২,৪৮৯ পিস, উন্নতমানের শাড়ি ২,১০০ পিস, অতি উন্নতমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক ১টি এবং বাংলাদেশি ট্রাক ২টি জব্দ করে।

সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৩৯,২১,৫০০/- (সাত কোটি ঊনচল্লিশ লাখ একুশ হাজার পাঁচশ) টাকা।

আটককৃত ভারতীয় চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও ট্রাক আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।