নওগাঁর রাণীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সূর্য কুমার অধিকারীর সভাপতিত্বে প্রথমবারের মতো সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামান পদোন্নতি পেয়ে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পদায়িত হয়েছেন।
এ ছাড়া সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু রায়হান জেলার মহাদেবপুর ও জয়ন্ত কুমার সরকার জেলার বদলগাছী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামানের নেতৃত্বে পুরো দলের সমন্বয়ের কারণেই উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিদ্যালয়মুখি হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসকে দালালমুক্ত করতে এই দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারকে একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে এই দলের ভূমিকা অনস্বীকার্য। আগামীতে যারা এসব পদে আসবেন তারা নিশ্চয়ই উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের এই ধারাবাহিকতা রক্ষা করতে কাজ করবেন এমন আশা ব্যক্ত করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
এই কর্মকর্তারা যেখানেই দায়িত্ব পালন করবেন সেখানেই আপন কর্মদক্ষতায় ও চৌকস নেতৃত্বে সব শিক্ষকের মন জয় করে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন বলে আশা উপজেলার শিক্ষক মহলের।