এশিয়ান কাপে জায়গা করে নিতে বাংলাদেশের সামনে এখন দাঁড়িয়ে কঠিন এক সমীকরণ। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় পরাজয়ে এই পথ আরও কঠিন হয়ে গেছে। শেষ মুহূর্তে হেরে যাওয়া ম্যাচটিতে একটি পয়েন্ট পেলেও বাংলাদেশের সম্ভাবনা কিছুটা টিকে থাকতো।
‘সি’ গ্রুপে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতে হলে বাকি তিন ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই। তিন ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১০, যা কিছুটা সম্ভাবনার জানালা খুলে দিতে পারে।
তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না-চোখ রাখতে হবে প্রতিপক্ষদের দিকেও। এই গ্রুপের শীর্ষে থাকা হংকংয়ের রয়েছে ৭ পয়েন্ট। বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে হংকংকে বাকি ম্যাচগুলোয় পয়েন্ট হারাতে হবে, বিশেষ করে ভারতের ও সিঙ্গাপুরের বিপক্ষে।
অন্যদিকে, ভারতের বিপক্ষে ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ম্যাচে জয় না পেলে এশিয়ান কাপের আশা একপ্রকার শেষ হয়ে যাবে। পাশাপাশি নজর রাখতে হবে সিঙ্গাপুর যেন ১০ পয়েন্টের বেশি না পায়।
সব মিলিয়ে, বাংলাদেশের জন্য এশিয়ান কাপ এখন শুধুই নিজেদের পারফরম্যান্সের ওপর নয়, প্রতিপক্ষদের