ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রেমিকার গাড়িতে চড়ে মাঠ ছাড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:১৪ পিএম
লামিনে ইয়ামাল ও নিকি নিকোল। ছবি- সংগৃহীত

বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল কুঁচকির চোট কাটিয়ে সোমবার সকালে দলের অনুশীলনে ফিরতেই যেন তার জন্য অপেক্ষা করছিল আরও বড় এক চমক। দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন শেষে তাকে নিতে সিউতাত এস্পোর্তিভাতে হাজির হলেন তার প্রেমিকা আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ট্রিবিউনাডটকমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সি এই উইঙ্গার এ দিন নিজের ফিটনেস ও ম্যাচের প্রস্তুতি ঝালিয়ে নিতে পুরো সকাল কাটান ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে।

কিন্তু দিনটির মূল আকর্ষণ হয়ে রইল অনুশীলন শেষে ঘটে যাওয়া এই দৃশ্যটি—যেখানে দেখা গেল নিকি নিকোল স্বয়ং উপস্থিত হয়েছেন ইয়ামালকে বাড়ি নিয়ে যেতে।

এই দৃশ্য দেখে বার্সা সমর্থকদের মধ্যে এই 'পাওয়ার কাপল'-এর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এই সম্পর্ক এখন বেশ সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে।

এর আগেও বেশ কয়েকবার এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। এমনকি তারা সোশ্যাল মিডিয়াতেও নিজেদের প্রেমের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

চোটের কারণে বিশ্রামে থাকায় সাম্প্রতিক সময়ে ইয়ামাল ও নিকি নিকোল একসঙ্গে কিছুটা অবসর সময়ও কাটিয়েছেন, যার মধ্যে ছিল ক্রোয়েশিয়ার উপকূলে বিলাসবহুল হেলিকপ্টার রাইডও।