ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১০:০৭ এএম
লালমোহন নৌ কন্টিনজেন্টে আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মাদক কারবারের অর্ধ লক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী সমবায় সমিতির কার্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. জাকিরের ছেলে মো. শরীফ (২৩) এবং মৃত নূর ইসলামের ছেলে মো. সাগর (২৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে মাদক কারবারের নগদ ৫০ হাজার ৫৬০ টাকাও উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।