হজের নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ জানা যাবে। সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্নের জবাবে এ কথা জানান। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় গত (১২ অক্টোবর) শেষ হয়েছে।
হজের নিবন্ধনের সময় বাড়বে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন— কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে সময় একটু বাড়তে পারেন ওনারা। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করব।
তবে সময় বাড়বে কি না সেটি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বুঝতে পারব বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘আমরা হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, সোমবার বিকাল ৫টার মধ্যে জানাতে হবে— অপেক্ষমাণ হজযাত্রী আর কতজন আছেন যারা নিবন্ধনের জন্য সিস্টেমে ইনপুট দিতে পারেনি। এ তথ্য আমরা আজকে বিকেলের মধ্যে পেলে আগামীকালকের (মঙ্গলবার) মিটিংয়ে বলব যে এতজন হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষায় রয়েছেন।’
এবার হজে যেতে সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যতজন হবে ততজনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এটা নিবন্ধনের ওপর নির্ভর করবে।