ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

রাশেদ নেওয়াজের মায়ের ইন্তেকাল, জানাজা আগামীকাল

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:৩৯ পিএম
প্রতিকি ছবি

নগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজের শ্রদ্ধেয় মাতা মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন আর নেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

মরহুমা ফরিদা ইয়াসমিন সিলেট মহানগরীর পশ্চিম চৌকিদেখি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন একজন সদালাপী ও ধর্মপরায়ণ নারী, যিনি পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে সকলের কাছে পরম শ্রদ্ধেয় ও প্রিয় ছিলেন।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন আমিন।