নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সিলেটে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। লিড ব্যাংক হিসেবে এ আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি। সেমিনারে বাংলা কিউআর কোডের ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলা কিউআর কোড ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘ক্যাশ-টু-ডিজিটাল’ ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা জানান, নগদ অর্থ ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এই ব্যয় ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেকটাই সাশ্রয় করা সম্ভব। বক্তারা আরও বলেন, পণ্য বা সেবার মূল্য পরিশোধে এখনো অধিকাংশ মানুষ নগদ অর্থ, চেক কিংবা কার্ড ব্যবহার করেন। এর মধ্যে নগদে লেনদেন ঝুঁকিপূর্ণ, চেকে সময় লাগে বেশি এবং প্রক্রিয়াটিও জটিল। তাই ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এটি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতেও ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়াবে।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান।
বক্তারা বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।