শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী জানান, ‘চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের জন্য প্রতিজনের মাঝে ৯ প্যাকেট বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৪০৫ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার মধ্যে যেকোনো এক প্যাকেট বীজ এবং ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার করে বিতরণ করা হয়েছে।’