গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়েএকটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি একনলা বন্দুক ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১৪ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৬৫ জনকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।