ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫: নেতৃত্ব, উদ্ভাবন ও সহযোগিতার নতুন দিগন্তে তথ্যপ্রযুক্তি খাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৪:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দেশের শীর্ষ আইটি পেশাজীবী, উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের মিলনমেলা হয়ে উঠেছিল ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫’। তথ্যপ্রযুক্তি খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকার বনানী ক্লাবে আয়োজন করে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (BITPN)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন BITPN-এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তারা তাদের বক্তব্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা, যেখানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় একাডেমিয়ান, সফল উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞগণ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকনির্দেশনা।

বক্তারা বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে হলে একাডেমিয়া, শিল্প ও সরকারের মধ্যে নিবিড় সহযোগিতা গড়ে তুলতে হবে। তবেই স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব হবে। তাদের মতে, এমন নেতৃত্ব সম্মেলন তরুণ প্রজন্মের আইটি পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, ও আইটি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গতকাল, ১১ই অক্টোবর ২০২৫, ঢাকার বনানী ক্লাবে সফলভাবে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ আইটি পেশাজীবীদের সম্মেলন “বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫”, যা আয়োজন করে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (BITPN)।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন BITPN-এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, যারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। যেখানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় একাডেমিয়ান, সফল উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞগণ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকনির্দেশনা।

উপস্থিত সকলেই আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্টের’ উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের প্রযুক্তি নেতৃবৃন্দের জন্য আরও নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং সহযোগিতার সুযোগ তৈরি করতে চান।