ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চিনি কিনবে সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৩৮ পিএম
চিনি। ছবি-সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ১৭৩ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার  টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার টন আখের সাদা চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে কেনা হবে এসব চিনি। এতে ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১১৫ টাকা ৫৮ পয়সা।
 
বৈঠকে চিনি ছাড়াও কয়েক ধরনের সার কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।