নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় জজ মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
এমনকি ঐ ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ী ও তার পরিবারের লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে।
ব্যবসায়ী জজ মিয়া জানায়, রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজায় তার ক্রয়কৃত জমির ৪৫ শতাংশ জমির সামনের রাস্তা ৫ ফুট থেকে ১০ ফুট প্রশস্ত করার জন্য তিনি লোকজন নিয়ে সোমবার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলেন। সেই সুযোগ পেয়ে রফিক নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে সেখানে ৬ শতাংশ জমি দাবী করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে।
এ সময় ব্যবসায়ী ও পরিবারের লোকজন বাধা দিলে সস্ত্রাসীদের মাধ্যমে তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে দু‘পক্ষের মধ্যে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।