মাদক সেবনের বিরোধের জেরে বন্ধুর গলায় ছুরি চালিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে অপর বন্ধুর বিরুদ্ধে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কাকশিয়ালি নদীর পাড়ের সরকারি সদর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম নাঈম রহমান তুহিন (১৬)। সে রহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে। অপরদিকে অভিযুক্ত কিশোর শরিফুল ইসলাম (১৭) নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা।
আহত নাঈম কালিগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাঈম জানায়, রাতে বন্ধু শরিফুল তাকে মুঠোফোনে বাড়ি থেকে পার্শ্ববর্তী কাকশিয়ালি নদীর পাড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে পৌঁছানোর পর তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কিশোর এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজনই মাদকসেবী। মাদক সেবনের বিরোধের জেরে এ ঘটনা ঘটায় তারা। এ ঘটনায় জড়িত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।