ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আনোয়ারা উপকূলীয় এলাকায় সম্মিলিত অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন। এ সময়ের মধ্যে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
‘মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় বঙ্গোপসাগর উপকূলে একটি সম্মিলিত অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোল্লা এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন, সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম, মো. রাশিদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, আনোয়ারা তৌসিব উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঁশখালী এবং রমজান, কনটিনজেন্ট কমান্ডার, কোস্টগার্ড চট্টগ্রামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও কোস্টগার্ডের সদস্যরা।
অভিযানে ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাগরে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে পালনের বিষয়ে সতর্ক করা হয়।