ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

তীরে এসে ডুবল তরী, বাড়ির কাছে এসে ধরা মাদক কারবারি

বরগুনা প্রতিনিধি 
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১২:২৬ পিএম
আটককৃত মাদক। ছবি- সংগৃহীত

বরগুনা জেলার প্রবেশমুখে জেলা গোয়েন্দা পুলিশের চেকপোস্ট চলাকালে পাঁচশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। ইয়াবার চালানটি কক্সবাজার থেকে বহন করে নিয়ে আসছিলেন মাদক কারবারি।

আটক হওয়া মাদক কারবারির নাম জাহাঙ্গীর হাওলাদার। তিনি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আজ (১৪ অক্টোবর) দিবাগত রাতে মাদক অভিযানের অংশবিশেষ জেলার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে চেকপোস্ট বসানো হয়। ডিবি কার্যালয়ের উপপরিদর্শক বিকাশ কর্মকার, উপপরিদর্শক আবুল কালামসহ জেলার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে মাদক তল্লাশি এই অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টার সময় সড়কের পাশে শংকর মালির পানের দোকানের সামনে জাহাঙ্গীর নামক এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞেসাবাদ করার একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি প্যাকেটের ভেতর থেকে ইয়াবা বের করে দেয়। স্হানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবা জব্দ করে বেতাগী থানায় তাকে হস্তান্তর করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. একরাম হোসেন বলেন, জেলার প্রবেশমুখে ডিবির চেকপোস্ট চলাকালে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া মাদক কারবারি জিজ্ঞেসাবাদে জানায়, কক্সবাজার থেকে কিনে বরগুনায় নিয়ে যাচ্ছিল। তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জেলার বেতাগী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।