জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির জনসভায় অংশ নিতে গিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ ফকির (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে গৌরনদীতে আয়োজিত জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান মিরাজ ফকির। জনসভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাকে তাৎক্ষণিক গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ ইত্তেখার মুনিম মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে শোক জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে যান সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা।