বগুড়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) সকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনিতে পলাতক আসামি রহিত বাসফোর এবং সুমন বাসফোরের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় হচ্ছে।
ওই তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীরের যৌথ দল রাত ৮টা ৩০ মিনিটে অভিযানে উপস্থিত হয়ে আসামিদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওবাইদুল হক (২৫), পিতা মো. টকু মিয়া, মাতা অকিমা বেগম, কলসদহ, থানা সোনাতলা, জেলা বগুড়া। শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চন্ডী দাস, মাতা সন্তোশি দাস, ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিসপুর)। মো. আল ইহসান আবির (২৪), পিতা মো. ইকবাল হোসেন, মাতা মোছা. মরিয়ম জামিলা, নওদা পাড়া মাটিঢালী বিমানবন্দর, থানা বগুড়া সদর, জেলা বগুড়া।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সামগ্রী- ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদ, ১টি বার্মিজ চাকু, ৩টি চাপাতি, ১টি বাটন মোবাইল ফোন, ১টি সিমকার্ড, নগদ ১,৪৩,৪২০ টাকা।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া এটিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


