ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, বিনিয়োগ পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যবসাবান্ধব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, বিএনপির ভবিষ্যৎ সরকার গঠনের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে।