নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়েছে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঢাকা লকডাউনের প্রেক্ষিতে রাতের অন্ধকারে লোহাগড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করে।
এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালায়, কিন্তু তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লোহাগড়া থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মো. শরিফুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা ছিল- ‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা, লোহাগড়া পৌর ছাত্রলীগ’, ‘১৩ তারিখ লকডাউন সফল হোক, চলো চলো ঢাকা চলো’।
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


