ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নেতৃত্বে ফিরেই শান্তর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:০৭ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

অভিমানে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও আস্থা রেখেছে নির্বাচকরা, ফিরিয়েছেন টেস্ট দলের অধিনায়কত্ব। আর নেতৃত্বে ফিরে যেন আরও পরিণত রূপে হাজির শান্ত। সিলেট টেস্টের তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে সেই আস্থার যথার্থ জবাব দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার শান্ত ১১২ বলে ১৪ বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। শতক পূর্ণ করার পর বেশি দূর এগোতে পারেননি তিনি, থেমেছেন ১০০ রানে।

এর আগে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন দাস। ওয়ানডে ঘরানার ছন্দে মাত্র ৫৩ বলে টেস্ট ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক তুলে নেন তিনি। যদিও ফিফটির পর বেশি দূর এগোতে পারেননি—ম্যাথ্যু হামফ্রিজের ফুলার লেন্থের বলটি লং-অনে ক্যাচ দেন লিটন। ৬৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দিনের শুরুতে সবচেয়ে বড় ধাক্কা আসে ম্যাকব্রাইনের বলে। ইনিংসের তৃতীয় দিনে দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয়কে আউট করেন তিনি। অফ স্টাম্পের বাইরে খাটো লেন্থের ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে যায় বল, কিপার গ্লাভসে জমা পড়তেই শেষ হয় মাহমুদুলের ক্যারিয়ারসেরা ইনিংস—২৮৬ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রান।

গতকাল অপরাজিত থাকা মুমিনুল হকও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ৮০ রানে দিন শেষ করা এই বাঁহাতি ব্যাটার আজ যোগ করেন মাত্র দুই রান। ম্যাকব্রাইনের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলেন মুমিনুল।