বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবার মাঠের বদলে সময় দিচ্ছেন পরিবারকে। জাতীয় দলের সাম্প্রতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে বিশ্রামে থাকায়, স্ত্রী ম্যান্ডিনহা ও সন্তানদের নিয়ে নিজ দেশে ফিরে গেছেন এই তারকা গোলরক্ষক।
মার দেল প্লাটায় অবস্থিত নতুন বাড়িতে এখন যেন ছোট্ট এক স্বপ্নের রাজ্য গড়ে তুলেছেন মার্তিনেজ পরিবার। ম্যান্ডিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, একটি স্বপ্ন সত্যি হলো।
বাড়িটির চারদিকে বিস্তীর্ণ সবুজ গাছপালা ও খোলা প্রকৃতি, ভেতরে কাঠের মেঝে ও বড় জানালা দিয়ে প্রবেশ করছে প্রাকৃতিক আলো। বাইরে বারান্দায় কালো-সাদা টাইলসের মেঝে, টেবিল-চেয়ারসহ সাজানো বসার জায়গা, আর কলামে ঝুলছে ছাঁটাই করা লতাপাতা—সব মিলিয়ে নিখুঁত সৌন্দর্যে ভরা এক আড্ডার ঠিকানা।
সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মার্তিনেজ। বোর্নমাউথের বিপক্ষে শেষ ম্যাচে ৪-০ গোলে জয়ের নায়ক ছিলেন তিনি, দ্বিতীয়ার্ধে এক অবিশ্বাস্য পেনাল্টি সেভ করে দলকে রক্ষা করেন।
তবে কোচ লিওনেল স্কালোনি চেয়েছেন তরুণ গোলরক্ষকদের পরীক্ষা করতে, তাই অ্যাঙ্গোলার বিপক্ষে বিশ্রামে আছেন মার্তিনেজ। এ সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজের প্রিয় শহরে শান্তির মুহূর্ত উপভোগ করছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ বীর।


