বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় পুকুরের পানিতে পড়ে আদিবা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আদিবা তালোড়া পৌর এলাকার লয়া মেঘা মহল্লার এনামুল হকের কন্যা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর প্রায় ১২ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে আদিবা বাড়ির পাশে খেলছিল। খেলার সময় অনিচ্ছাকৃতভাবে বাড়ির নিকটবর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পুকুরের পানিতে আদিবাকে ভেসে থাকতে দেখেন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালোড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


