রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা ও আকস্মিক মিছিলের ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি রাজধানীর জনজীবনে তেমন প্রভাব ফেলতে পারেনি। সকাল থেকে অফিস, আদালত ও দোকানপাট খোলা রয়েছে। তবে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে।

