বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ মশাল মিছিল করেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০:৫০ থেকে ১১:১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আলমকে আটক করেছে। রফিক আলম ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ারের ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতের ঘটনায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে প্রায় ২০-২৫ জন অংশগ্রহণ করেন। তারা হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন নেতৃত্ব দেন।
এছাড়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫ নম্বর সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়। পুলিশ খবর পেয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে বান্দরবান জেলা সদরসহ ৭ উপজেলায় পুলিশসহ সরকারি সংস্থার পক্ষ থেকে কঠোর অবস্থান রাখা হয়েছিল। লামা উপজেলার বাইরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।


