ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আনোয়ারায় বিভিন্ন মামলায় চারজন গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৩:১৯ পিএম
বিভিন্ন মামলায় গ্রেপ্তার চার। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিজান (৩৮), পিতা: মৃত আব্দুল আজিজ, দিদার হোসেন (২৫), পিতা: ইমাম হোসেন, মো. সাদ্দাম (৩৪), পিতা: আব্দুচ ছালাম, আনোয়ার মিয়া (৪৬), পিতা: মৃত আব্দুস সালাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপির মিছিল চলাকালীন হামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আনোয়ারা থানার (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘রাতে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিএনপির মিছিলে হামলায় জড়িত ছিল। পরদিন তাদের আদালতে পাঠানো হয়েছে।’