ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

এশিয়ান আর্চারিতে রুপা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আর্চারদের ইতিহাসে যুক্ত হলো নতুন এক সাফল্যের অধ্যায়। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড মিশ্র দ্বৈত ইভেন্টে রুপার পদক জিতেছে বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটির বিপক্ষে ১৫৩-১৫১ পয়েন্টে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রুপা অর্জন করেন বন্যা-হিমু জুটি। স্বর্ণ না পেলেও দেশের আর্চারি ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক।

এশিয়ান আর্চারির সর্বোচ্চ এই আসরে কম্পাউন্ড ইভেন্টে এবারই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় রুপা। এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈতে প্রথমবার রুপা পেয়েছিল দেশ।

সব মিলিয়ে এশিয়ান আর্চারিতে এটি বাংলাদেশের চতুর্থ পদক। ২০২১ সালে রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগে দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি পদক পেয়েছিল বাংলাদেশ।

রুপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বন্যা আক্তার বলেন, আলহামদুলিল্লাহ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি—ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হলেও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ভাগ্য আজ আমাদের পক্ষে ছিল না।

সহযোগী হিমু বাছাড় বলেন, এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে খেললাম। অভিজ্ঞতা কম থাকায় শুরুতে একটু খারাপ হয়েছিল। তবুও এই সাফল্য আমাদের ভবিষ্যতের জন্য অনেক অনুপ্রেরণা দেবে।