ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিপিএলে ফিরছে নিলাম, কত দিয়ে শুরু হবে খেলোয়াড়ের দাম?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকের বিরতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে খেলোয়াড় নিলামের ব্যবস্থা। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম সংস্করণের নিলাম।

বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ উদ্যোগে এবার পাঁচটি ফ্রাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস—অংশ নেবে।

নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ছয়টি ক্যাটাগরি, আর বিদেশিদের পাঁচটি ক্যাটাগরি থাকবে।

সর্বনিম্ন মূল্য অনুযায়ী, দেশি খেলোয়াড়দের মধ্যে ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা থেকে শুরু হবে, আর বিদেশিদের মধ্যে ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ হাজার মার্কিন ডলার।

সরাসরি চুক্তির সুবিধাও থাকবে। প্রতিটি ফ্রাঞ্চাইজি নিলামের আগে সর্বোচ্চ দুইজন দেশি (এ ও বি ক্যাটাগরি) এবং সর্বোচ্চ দুইজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়াতে পারবে। তবে এর জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

নিলাম প্রক্রিয়া দুই ধাপে হবে—প্রথমে দেশি খেলোয়াড়, এরপর বিদেশি। দেশি স্কোয়াড গঠনের ক্ষেত্রে, প্রতিটি দলকে অন্তত ১১ জন নিলাম-কৃত দেশি খেলোয়াড় রাখতে হবে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে অন্তত দুইজন কিনতে বাধ্য, যদিও সীমা নেই।

দলের বাজেট সীমাও নির্ধারণ করা হয়েছে। দেশিদের জন্য সর্বাধিক ৪ কোটি ৫০ লাখ টাকা, এবং বিদেশিদের জন্য সর্বাধিক ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করা যাবে। একাদশে সর্বাধিক চারজন বিদেশি খেলোয়াড় এবং সর্বনিম্ন দুইজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবে।

নিলামে কেনা খেলোয়াড়দের পারিশ্রমিক তিন কিস্তিতে দেওয়া হবে—চুক্তি স্বাক্ষরের সময় ২৫%, লিগ চলাকালীন ৫৫%, এবং টুর্নামেন্ট শেষে ২০%।

নিলামের পর প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে এবং বিসিবির ত্রিপক্ষীয় চুক্তি ফরম্যাট অনুসরণ করতে হবে।