ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

দুই গানে আঁখি চৌধুরী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:৫১ পিএম
মিউজিক ভিডিওতে আঁখি চৌধুরী।

এ সময়ের চিত্রনায়িকা আঁখি চৌধুরী। চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করে নিয়মিত নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। গানের শিরোনাম ‘রজনী’ ও ‘চোখের ইশারায়’।

প্রথম গানটি দ্বৈতভাবে গেয়েছেন বৃষ্টি ও রাজন খান। দ্বিতীয়টি আহমেদ সজীব। গান দুটি পরিচালনা করেছেন এস আর টিম। এতে আঁখির বিপরীতে মডেল হয়েছেন শিমুল চৌধুরী। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গান দুটির দৃশ্য ধারণ হয়েছে।

এ প্রসঙ্গে আঁখি চৌধুরী রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার ক্যারিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে। এরপর নাটকে কাজ শুরু করি। মাঝে মধ্যে ভালো গান হলে মিউজিক ভিডিওতে কাজ করি। তারই ধারাবাহিকতায় এই গান দুটি ভালো লাগায় কাজ করেছি। আশা করছি, গানগুলো মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

জানা গেছে, ‘রজনী’ গানটি গ্লোবাল প্লাস ও ‘চোখের ইশারায়’ শিমুল চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ ছাড়াও সম্প্রতি আঁখি বেশ কয়েকটি নতুন নাটকের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন।