ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারব না : মিমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:৩৯ পিএম
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি- সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। প্রেম, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পষ্টভাষী এই নায়িকা জানিয়েছেন, জীবনের অনেক কিছু তিনি একা সামলাতে পারেন কিন্তু একজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। তিনি আর কেউ নন, মিমির দীর্ঘদিনের সহকারী বুল্টি।

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই মিমি সম্পূর্ণভাবে কাজের প্রতি মনোযোগী। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে ভাবছেন না। তবে জীবনের ব্যস্ততায় মিমির পাশে সবসময় থাকেন বুল্টি যিনি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

বুল্টি শুধু একজন সহকারী নন, বরং মিমির ছায়াসঙ্গী। মিমির প্রিয় পোষ্যদের যত্ন নেওয়া থেকে শুরু করে তার পছন্দের খাবার রান্না, ট্রাভেল ম্যানেজমেন্ট, এমনকি কড়া ডায়েট মেনে চলতেও বুল্টির ভূমিকা অনন্য।

গত মঙ্গলবার ছিল সেই প্রিয় সহকারী বুল্টির জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি আবেগঘন বার্তায় লেখেন, ভাগ্যিস তুই ছিলিস! আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনের সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।

রাত পেরিয়েই কেক কেটে বুল্টির জন্মদিন উদযাপন করেছেন মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই মুহূর্তগুলো ইতিমধ্যেই ভাইরাল। জন্মদিনের বিশেষ ছবিগুলো বুল্টিও নিজের প্রোফাইলে পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে দু’জনের হাস্যোজ্জ্বল মুখ ও গভীর বন্ধনের ঝলক।

মিমির পোস্টের পর ভক্তরা মন্তব্যে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন তোমরা দু’জন একে অপরের পরিপূর্ণ সাপোর্ট সিস্টেম।