আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও সামাজিক মাধ্যমে আলোচনায়। সম্প্রতি তিনি একটি রাতের অনুষ্ঠানে গায়ককে সঙ্গে নিয়ে গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।
৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, পরীমণি নিজেই সেলফি মোডে ভিডিও ধারণ করছেন। লাইভ মিউজিক উপভোগের একপর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে তার কাছে এসে গান গাইতে শুরু করেন। পরীমণি হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান। দুজনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়।
গান চলাকালে গায়ক পরীমণির কাছাকাছি আসেন, আর পরীমণি হাত বাড়িয়ে দিলে তিনি সেই হাত ধরেন। আনন্দঘন সেই মুহূর্তে পরীমণি ক্যামেরার দিকে তাকিয়ে গাইতে থাকেন, ‘এই মন তোমাকে দিলাম…’। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন গানের পরের লাইন-‘এই প্রেম তোমাকে দিলাম।’
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেন পরীমণির স্বতঃস্ফূর্ততা ও প্রাণবন্ত মেজাজের প্রশংসা করলেও, কেউ কেউ তার ভঙ্গিমাকে ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’ বলে সমালোচনা করেছেন।
একজন মন্তব্য করেন, ‘গান করো ভালো কথা, গায়ে উঠে-পড়ে করে কেন?’
আরেকজন লিখেছেন, ‘পরীর প্রেম আর শেষ হয় না।’ অনেকে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা মন্তব্য করেছেন।
তবে এমন আলোচনায় পরীমণির অভ্যস্ততা নতুন নয়। ব্যক্তিগত জীবন, একাধিক বিয়ে-বিচ্ছেদ এবং বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবনযাপন- সবসময়ই তাকে ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে রেখেছে। সম্প্রতি নিজের জন্মদিন একাধিক দিন ধরে জাঁকজমকভাবে উদযাপন করেও তিনি ছিলেন আলোচনায়।
-20251108174436.webp)

