ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট থাকা জরুরি : কাজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:১০ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগণ। ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগণ আবারও আলোচনায়। এবার তিনি বিবাহিত জীবনের মেয়াদ নির্ধারণ প্রসঙ্গে মন্তব্য করে নেটদুনিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট থাকা জরুরি।’

সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর একটি বিশেষ পর্বে কাজল এই মন্তব্য করেন। সেখানে সঞ্চালক টুইঙ্কল খান্না অতিথিদের উদ্দেশে প্রশ্ন রাখেন বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি নবায়নের (রিনিউয়াল) সুযোগ থাকা দরকার?

এই প্রশ্নে অতিথি ভিকি কৌশল, কৃতি স্যানন এবং টুইঙ্কল নিজে ‘না’ উত্তর দিলেও, কাজল একমত হয়ে বলেন, আমার মনে হয়, রিনিউয়াল অপশন থাকা দরকার। তবে আরও জরুরি হলো, সম্পর্কের একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত।

টুইঙ্কল খান্না মজা করে মন্তব্য করেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়!’ জবাবে কাজল বলেন, আমার মনে হয়, বিয়েতে কোনো গ্যারান্টি নেই যে সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে। তাই রিনিউয়াল বা মেয়াদ নির্ধারণ থাকলে দু’জনকেই মানসিক কষ্ট ভোগ করতে হবে না।

কাজলের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে আধুনিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন, আবার অনেকেই তার বক্তব্যকে বিবাহ প্রতিষ্ঠানকে আঘাত করা মন্তব্য বলে সমালোচনা করছেন।

এদিকে, অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, তবে কি স্বামী অজয় দেবগণ-এর সঙ্গে কাজলের দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে? যদিও কাজল বা অজয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।