জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবারও শিফটভিত্তিক পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এই পদ্ধতির বিরুদ্ধে সমালোচনা থাকলেও প্রশাসন তা পরিবর্তনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে প্রতিটি ইউনিটের পরীক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় আগের বছরের মতো এবারও সকাল-বিকেল দুই বা ততোধিক শিফটে পরীক্ষা নেওয়া হবে।
প্রশাসনের দাবি, সীমিত আসনসংখ্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে একদিনে সব পরীক্ষার্থীকে একসঙ্গে বসানো সম্ভব নয়।
তবে শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছেন, শিফটভিত্তিক পরীক্ষায় প্রশ্নের মান ও জটিলতা সমান নয়, যা ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য সৃষ্টি করে।
প্রথম শিফটে সহজ প্রশ্ন পেলে পরবর্তী শিফটের পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ে। এতে মেধার সঠিক মূল্যায়ন হয় না এবং অনেক যোগ্য শিক্ষার্থী বঞ্চিত হন।
উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এবি এম আজিজুর রহমান বলেন, আজকের আলোচনার মূল বিষয় ছিল পরীক্ষার যথাযথ তারিখ নির্ধারণ। আমরা চেষ্টা করব যাতে প্রশ্নপত্রের মান সব শিফটে সমান থাকে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামি ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।


