সরকারি তিতুমীর কলেজে বজ্রপাত নিরোধে সচেতনতা সৃষ্টি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে তিতুমীর কলেজস্থ টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তালগাছ রোপণ করা হয়।
তালগাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন: কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদা ইয়াসমিন, টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণের সভাপতি মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ জেলা কল্যাণের সদস্যরা।
টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণের সভাপতি মাসুদ বলেন, ‘সারা বাংলাদেশে বজ্রপাতের হার অতিমাত্রায় বেড়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে আমরা তালগাছ রোপণ করলাম, যা অনেকাংশে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করবে।’
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ নিয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি যে বজ্রপাত নিরোধক হিসেবে তালগাছ খুবই প্রচলিত। আমি বিভিন্ন জায়গায় লক্ষ করছি রাস্তার দ্বারে দ্বারে এবং ধানখেতের মধ্যে তাল গাছের সারি। তারই পরিপ্রেক্ষিতে ছাত্ররা বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল গাছ রোপণের কর্মসূচির উদ্যোগ নিয়েছে। বজ্রপাত নিরোধে তালগাছ রোপণকে সরকারও কার্যকর পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’


