ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাবির হলে গাঁজা সেবন, ৫ শিক্ষার্থী আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৪৪ এএম
ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়। সোহরাওয়ার্দী হল সংসদের নেতারা প্রথমে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল বডি তাদের পুলিশে সোপর্দ করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম, যিনি সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

অন্য আটক শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।

সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিত নজর রাখছি হলে কেউ মাদক সেবন করছে কি না। মঙ্গলবার হল প্রশাসনের মাদকবিরোধী বিজ্ঞপ্তির পর আমরা হল সংসদের সদস্যরা একসঙ্গে তদারকি করতে যাই। হঠাৎ ছাদে গিয়ে দেখি কয়েকজন দৌড়াতে শুরু করেছে। আমরা তাদের ধরে প্রভোস্ট ও সহকারী প্রক্টরকে জানাই। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাদের প্রাধ্যক্ষের কক্ষে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার করি। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, এটা গুরুতর অপরাধ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।