ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:৩৩ পিএম
যশোরে বাসে আগুন। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপশহর শিশু পার্ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাসের সুপারভাইজর হান্নান খান জানান, রাহিন স্পেশাল বাস উপশহর শিশু পার্ক সংলগ্ন রাস্তায় পার্কিং করা ছিল। ভোরে জানতে পারেন, দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসটি মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন জ্বলতে দেখে তারা ছুটে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে।’