গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের-এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। ৫ আগস্টের আগে ও পরে তারেক রহমানের ভূমিকা শিক্ষণীয়। আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে তিনি যে প্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন তা অনন্য।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকেও আগুন সন্ত্রাস চালিয়েছে।
তিনি বলেন, তারা ব্যাংক শূন্য করেছে, বড় বড় প্রকল্পের নামে অর্থ পাচার করেছে। এখন লকডাউনের নামে আবারও কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। সেই লোভেই তারা আগুন দিয়ে মানুষ হত্যা করছে। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, সেটি আবারও তারা প্রমাণ করেছে।
রিজভী আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া এক রাজনৈতিক শক্তি, যারা জোর করে ক্ষমতা আকড়ে রেখেছিল।


