ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:৩৬ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি এই ভাষণ শুরু করেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তিনি ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

এদিকে একই দিনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে। তবে আমাদের নতুন ধরনের আরও নানা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তবেই বিকাশ ঘটবে। প্রতিটি শিশুর নানা প্রতিভা আছে। এসব প্রতিভা বের করে আনার সুযোগ তৈরি করতে হবে।’

বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যারা তাদের মেধা ও সময় দিয়ে বিচারকার্যে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের জন্য এক জোরে হাততালি প্রাপ্য। অভিভাবকরাও প্রশংসার দাবিদার কারণ তারা সন্তানদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। শিক্ষক-শিক্ষিকারাও এই সাফল্যের অংশীদার।’