ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সারিয়াকান্দিতে বিএনপির নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনিকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর বিএনপির উদ্যোগে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সভাপতি রিপন মাহামুদ বিতান, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিবন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে বিএনপির কার্যালয় এসে শেষ হয় ‌। 

উক্ত মানববন্ধনে বক্তারা, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম নামে এক ব্যক্তিকে থানা থেকে জিম্মায় ছেড়ে নেয়ার অভিযোগ করেন।