ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

বগুড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৩৭ পিএম
বগুড়ার ধুনটে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে পানিতে ডুবে তামিম আহম্মেদ (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তামিম ধুনট পৌরের সদরপাড়া এলাকার আল মাহমুদ ছেলে। তিনি কাদাই আবু হাসান (ঠান্ডা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গ্রামের বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুকুরে বল খেলার সময় পানিতে ডুবে যায় তামিম। পরে তার সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা তামিমের ভাসমান মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তামিম আহম্মেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’