ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

বগুড়ায় ট্যাপেন্টাডলসহ দুজন আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:০০ পিএম
বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজনকে আটক করে জেল ও জরিমানা করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে মো. হুরাইরা (২১) ও সান্তাহার পাথরকুটা গ্রামের বশির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ছাতিয়ানগ্রাম ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. হুরাইরার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মিলন হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরবর্তীতে মো. হুরাইরাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মিলন হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রায় ঘোষণার পরপরই তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।