ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা যুবদল ও পূজা উদযাপন ফ্রন্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, অতুল চন্দ্র দাসের ওপর হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, ‘বিরোধী মতের রাজনীতিকদের টার্গেট করে এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির জন্য ভয়াবহ হুমকি।’

মানববন্ধনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।