বগুড়ার সদর উপজেলায় ঘুম থেকে ডেকে তুলে মো. রাসেল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চক সরতাজ সুলতানপুর পাড়াতে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার মো. আবু বক্করের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাসেল নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা এসে তাকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির সামনে বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের দেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে রাসেলকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’