ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে গিয়ে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই যানজটে ছয় কিলোমিটার জুড়ে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক বালু ব্যবসায়ী দিনের বেলা মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে সিলেকশন বালু আনলোড করছিলেন। এ সময় ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং পুরো রাস্তার একটি পাশ বন্ধ হয়ে যায়। ফলে উভয় দিক থেকে আসা ছোট-বড় সব ধরনের যানবাহন এক জায়গায় থেমে যায়।
খাড়েরা এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই দিনের বেলায় সড়কে এভাবে বালু নামানো হয়। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয়। তবে আজকের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘প্রতিদিন এখানে বালু নামানো হয়। আজ ট্রাক নষ্ট হওয়ায় কয়েক ঘণ্টা আটকে ছিলাম। এর স্থায়ী সমাধান দরকার।’
একজন স্কুলছাত্রী বলেন, ‘স্কুলের দেড় ঘণ্টার পথে তিন ঘণ্টাতেও পৌঁছাতে পারিনি। এমন রাস্তায় চলাচল করতে খুব কষ্ট হয়।’
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের যাওয়ার আগেই যান চলাচল স্বাভাবিক হয় এবং বালু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।’