ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে ছুরিকাঘাতে এক চা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা ব্যবসায়ী।
রহমানের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে ভাত রেডি করতে বলে বাইরে গেল। এর পরই শুনলাম চিৎকার। ওরা আমার স্বামীকে মেরে ফেলল। মরার আগে ভাতটাও খেয়ে যেতে পারল না। আমি এর বিচার চাই।’
নিহতের মা রকিলা বেগম বলেন, ‘চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমার পরিবারে একমাত্র ভরসা ছিল এই ছেলে। এখন এতগুলো মানুষ নিয়ে আমি কোথায় যাব?’
নিহতের ভাই মো. ইমন মিয়া বলেন, ‘রাত একটার দিকে ঘরে মোবাইল নিয়ে কাজ করছিলাম। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারছে।’
প্রতিবেশী চা দোকানি রতন মিয়া বলেন, ‘রহমান খুব শান্ত এবং ভালো মানুষ ছিল। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তবু তাকে খুন করল কারা, এটাই আমাদের প্রশ্ন।’
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন